আজঃ বৃহস্পতিবার ০৯-০১-২০২৫ খ্রিস্টাব্দ || বঙ্গাব্দ
প্রতিষ্ঠানের ইতিহাস

## সংক্ষিপ্ত বর্ণনাঃ মণিরামপুর সদর থেকে ১৭ কিলোমিটার পশ্চিমে রাজগঞ্জ বাঁকড়া সড়কের ডুমুরখালী বাজার সংলগ্ন অজ পাড়াগাঁর এক সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত ডুমুরখালী দাখিল মাদ্রাসা। বর্তমানে মাদ্রাসাটিতে বিজ্ঞান ও সাধারণ শাখায় পাঠদান হয়।
## প্রতিষ্ঠাকালঃ ১৯৫৫ খ্রিঃ
## ইতিহাসঃ মাদ্রাসাটি সর্ব প্রথম ১৯৫৫ সালে প্রথম দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ডুমুরখালী গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে জনাব আল হাজ্জ্ব আবু দাউদ সাহেবের নেতৃত্বে একটি মিটিং হয় এবং ঐ মিটিং-এ স্থীর সিন্ধান্ত হয় অত্র এলাকায় দ্বীনে ধর্মীয় শিক্ষার বিশেষ প্রয়োজন। বিধায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা অতীব জরুরী এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সর্ব প্রথম ০১/০১/১৯৫৫ ইং সাল থেকে কয়েকজন শিক্ষার্থী নিয়ে পবিত্র কোরআন শিক্ষার ক্লাস চালু হয়। পর্যায়ক্রমে এক সময়ে মাদ্রাসাটি বিভিন্ন বিষয়ে শিক্ষাদান শুরু হয় এবং উত্তর উত্তর বিভিন্ন ক্লাস চালু হয়। এই মর্মে মাদ্রাসাটি সর্ব প্রথম ০১/০৭/১৯৬৭ ইং সালে তদানিন্তন সরকার কর্তৃক দাখিল মাদ্রাসা হিসেবে মঞ্জুরী্প্রাপ্ত হয়। যাহার স্মারক নং- ৮৫৮৬/০৪ তারিখ- ১৯/১০/১৯৬৭ ইং। পরবর্তী সময় থেকে এই পর্যন্ত ডুমুরখালী দাখিল মাদ্রাসাটি অত্র এলাকায় ইসলামী ঐতিহ্য ধর্মীয় ভাবমূর্তি বজায় রেখে বর্তমানে জ্ঞান-বিজ্ঞান চর্চার এক বিশেষ ভূমিকা পালন করে আসছে। এক কালের সেই ছোট্টো কোরানী প্রতিষ্ঠানটি আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ডিজিটাল পদ্ধতি বাস্তবায়নে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান চলছে ও স্বপ্ন দেখছে সরকারের স্মার্ট বাংলাদেশের।